ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ-চীন মৈত্রী বাস্কেটবল’

‘বাংলাদেশ-চীন মৈত্রী বাস্কেটবল’ লোয় অংশগ্রহণকারী চীনের সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাস্কেটবল খেলোয়াড় বৃন্দ।

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসের বাস্কেটবল গ্রাউন্ডে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চীনের সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ‘বাংলাদেশ-চীন মৈত্রী বাস্কেটবল’ খেলা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা পূর্ন খেলায়  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাস্কেটবল দল চীনের সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দলকে ৭৩-৪৯ পয়েন্টে পরাজিত করে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে চীনের খ্যাতিমান সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ৩২জন শিক্ষার্থী ‘ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০১৮’-তে যোগ দিতে বিশ্ববিদ্যালয়টির ইন্টান্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক জুলিয়ান ইউয়ে এবং ইতিহাস বিভাগের অধ্যাপক জেনি লি’র নেতৃত্বে বাংলাদেশ সফরে আসে।