নির্বাচনে বিএনপিতে শতাধিক মনোনয়নপ্রত্যাশী

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। সক্রিয় হয়ে উঠেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। দলের মনোনয়ন পেতে চলছে নানামুখী তৎপরতা, দেন-দরবার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে এসব ওয়ার্ডে নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের দিনেই ওয়ার্ডগুলোতে নির্বাচন হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, ওয়ার্ডগুলোতে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে দলের স্থানীয় সাবেক এমপির পাশাপাশি মহানগরের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সুপারিশের ভিত্তিতেই কেন্দ্র চূড়ান্তভাবে মনোনয়ন ঠিক করবে। অনানুষ্ঠানিকভাবে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রণয়ন শুরু হয়েছে। তবে উত্তর-দক্ষিণে কোনো তালিকাই এখনো চূড়ান্ত করা হয়নি। কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী শতাধিক প্রার্থী।