রোহিঙ্গারা পোপকে যা বললেন

বিডিসংবাদ ডেস্কঃ  সফররত পোপ ফ্রান্সিসের সাথে দেখা করে নিজেদের দুর্ভোগ ও দাবির কথা জানিয়েছে ১৫ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধিদল।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কাকরাইলের আর্চবিশপ হাউজে পোপের সাথে দেখা করে মিয়ানমারের নাগরিকত্ব ও জীবনের নিরাপত্তা দিয়ে মিয়ানমারে তাদের ফেরত নেয়ারও দাবি জানিয়েছেন তারা। এ ছাড়া আরো অন্তত আটটি দাবি পোপের কাছে জানিয়েছেন রোহিঙ্গারা। এসব দাবির অন্যতম হচ্ছে- রাখাইনে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী মেতায়েন করা। তাদের এ সাাতের ব্যবস্থা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। প্রতিনিধিদলের একাধিক সদস্য এই তথ্য জানিয়েছেন।

রোহিঙ্গা প্রতিনিধিদলের সদস্য লালু মাঝি জানান, ‘আমাদের সাথে যা যা হয়েছে, সব বলছি। ওরা আমাদের খুব নির্যাতন করছে, আমাদের ঘর পোড়াইছে, গুলি করেছে। আমাদের সম্পত্তি নিয়ে গেছে, আমাদের মসজিদ-মাদরাসা জ্বালাইয়া দিয়েছে, মা-বোনদের ধর্ষণ করছে।

আমাদের খুব কষ্ট দিছে, আমাদের দৌড়ায়া দৌড়ায়া গুলি করেছে। আমরা পাহাড়-জঙ্গলের মধ্যে লুকাইয়া বাংলাদেশে পলাইয়া আসছি। পোপকে সব বলেছি।