“স্বপ্ন “

কবি হাসিনা মরিয়ম

আমি দেখিয়াছি সেই মুখ বিষন্ন দুটি চোখ আকুতি ঝরায়

বারবার বলতে চায় না বলা কথা

বোবা কান্নায় থেমে যায় বারবার,

যে হাত বাড়ায় নির্ভরতায়…

হাতে হাত রেখে চলতে চায় আমৃত্যু

ভালোবাসার আকুতি ঝরায় জোৎস্নার মতো

আমার চারপাশে…

সমস্ত সত্তায় শিহরন খেলে যায়

অব্যক্ত গুমরানো কষ্টে…

যাকে মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যায়

সে স্বপ্ন হয়ে ভেসে বেড়ায় কোন সূদুরে…

সে স্বপ্ন আমি লালন করি বুকের মাঝে

সহস্র কাঁটার মত… স্বপ্নের সিঁড়ি বেয়ে বারবার যেতে চাই তার কাছে..

ফিরে আসি বারবার স্বপ্ন হারাবার ভয়ে..

সে স্বপ্ন নিয়ে এখনও বেঁচে আছি আমি

কষ্টকে আলিঙ্গন করে…।।

"স্বপ্ন "বিডিসংবাদ/এএইচএস