“অচেনা পথে”

হাসিনা মরিয়ম

রাত্রির নিস্তব্ধতাকে খানখান করে যখন

ডেকে উঠে রাতজাগা কূহক-

বিমর্ষ আকাশের একাকোনে যখন

একফালি ম্লান চাঁদ আমাকে দেখে

তখন আমি মনে মনে ভাবি...

যাবই যখন তাহলে এতো কেন দেরী হলো,

ঘর ছেড়ে আমি বের হয়ে যাই

আলোকে আড়াল করে অন্ধকারের মাঝে...।

অচেনা অদেখা পথে আমি এগিয়ে চলি-

একটা সময় ছিল যখন আমার ভাবনায়,

আমার চেতনায়-শুধু তুমি ছিলে...

আজ জানি...

এ শুধুই আমার কল্পনা...

তুমিতো কখনও কোথাও ছিলেনা...ছিলে

শুধু আমার কষ্টে,আমার বেদনায়,

আজ সব পিছু ফেলে আমি

এগিয়ে চলেছি আমার গন্তব্যে...

জানি কঠিন সেই পথ...তবুও

পিছু হটবো না আমি-

সামনে আলোয় ঝলমল নতুন দিগন্ত

আমাকে হাতছানি দিয়ে ডাকছে

হ্যা- আমি সেদিকেই যাচ্ছি

তোমাকে আমার আর প্রয়োজন নেই...

না ছিল কাল...না আজ...না কোন দিন...।।

বিডিসংবাদ/এএইচএস