“অপেক্ষা”

হাসিনা মরিয়ম
কবি- হাসিনা মরিয়ম

এতোটা একা কখনও মনে হয়নি আগে,
এতোটা অন্ধকার কখনও মনে হয়নি রাতকে...
এতোটা আর্তনাদ রাতজাগা পাখীর শুনিনি আগে,
এতোটা নিস্তব্ধ নিরবতা কখনও অনুভব করিনি,
চাঁদকে এতোটা বিষন্ন কখনও দেখিনি আগে..
নির্জীব নিষ্প্রভ তারাগুলো ও আলো জ্বালাতে ভুলে গেছে,
বাতাস থমকে দাড়িয়েছে আমারই দোর গোড়ায়...
গাছগুলো যেন শত বছরের কালের সাক্ষী হয়ে
অবলোকন করছে আমায়...
সময় থমকে দাড়িয়েছে ঘড়ির কাটায়..আর আমি...
নিজেকে বিলীন করে দিয়েছি ওদের মাঝে,
এই পৃথিবীতে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ
অনেক আগেই শেষ করে দিয়েছি..
এখন শুধু নিজেকে গুটিয়ে নেয়ার পালা..
যেতে হবে অনেক দূর..
দিগন্ত রেখার ওপারে...
একবার পৌছে গেলেই
নিজেকে সঁপে দেয়া নিয়তির কাছে...তারপর
আদি অনন্তকাল শুধুই অপেক্ষা
তোমার জন্য....||