আজ শেষ হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড

বিডিসংবাদ ডেস্কঃ  চার দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মেগা ইভেন্ট ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’-এর পর্দা নামছে আজ (শনিবার)। পঞ্চমবারের মতো রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত  তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ শুরু হয়েছিল গত বুধবার।

প্রতিদিনের মতো শেষ দিনেও থাকছে বেশ কিছু সভা-সেমিনার এবং কর্মশালা। তবে আজকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ‘আইটি ক্যারিয়ার ক্যাম্প’। সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত এ ক্যাম্প চলবে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। এছাড়াও আছে আরও ৫টি সেমিনার এবং ২টি গোলটেবিল বৈঠক। সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজার, উইন্ডি টাউন, সেলিব্রিটি এবং গ্রীন ভিউ হলে আয়োজিত হবে এসব কর্মশালা।

মেলা চলাকালীন প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে সবার প্রবেশাধীকার উম্মুক্ত থাকবে।  ডিজিটাল ওয়ার্ল্ডের অফিসিয়াল ওয়েবসইট www.digitalworld.org.bd এর মাধ্যমে মেলায় প্রবেশের আগে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে।