ইসলামী ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বিডিসংবাদ ডেস্কঃ  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে অবহিত করতে ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান এতে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, ডাইরেক্টর মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আবদুল হামিদ মিঞা, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান আরাস্তু খান বলেন, ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ হাজার ১৩০ কোটি টাকা যা গত বছরের তুলনায় ৭ হাজার ২ শত ৪৪ কোটি টাকা বেশি।

একই সময়ে ৮ হাজার ৪৫৭ কোটি টাকা নতুন বিনিয়োগসহ মোট সাধারণ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭০ হাজার ৯৯ কোটি টাকা এবং গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লাখ। ২০১৭ সালে ইসলামী ব্যাংক আমদানি, রপ্তানি ও রেমিট্যান্স আহরণ বাণিজ্য করেছে যথাক্রমে ৩৮ হাজার ৫ শত কোটি, ২৪ হাজার কোটি এবং ২৩ হাজার ৩ শত কোটি টাকা।