ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে রেলের পূর্বাঞ্চলে মেরামত করা হচ্ছে ১২২টি কোচ

চট্টগ্রাম প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতরে বাড়তি যাত্রী পরিবহনে রেলওয়ে পূর্বাঞ্চল শাখার জন্য তৈরী হচ্ছে ১২২টি কোচ। ঈদে প্রতিদিন ৮ হাজার ৭৮৪ জন বাড়তি যাত্রী চট্টগ্রাম থেকে বিভিন্ন অঞ্চলে যাবে। যাত্রী বহনের এসব ট্রেনের সংস্কার কাজ চলছে  চট্টগ্রামের পাহাড়তলী ও নীলফামারির সৈয়দপুরে।

এর মধ্যে পাহাড়তলীতে ৮৬টি ও সৈয়দপুরে ৩৬টি।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় ঈদে নিয়মিত ট্রেনের পাশাপাশি অতিরিক্ত বগি যুক্ত করা এবং স্পেশাল ট্রেন পরিচালনায় এবারও কার্যক্রম চলছে। ইতোমধ্যে অধিকাংশ কোচের মেরামতের কাজ শেষের দিকে। আগামী ১২ জুনের মধ্যে কোচগুলোকে চলার উপযোগী করে গড়ে তোলা হবে।

এই ব্যাপারে পাহাড়তলী কারখানার তত্ত্বাবধায়ক মো. মহিউদ্দিন জানান, এবারের ঈদ-উল ফিতরে যাত্রীদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য পাহাড়তলী কারখানা থেকে ৮৬টি কোচ মেরামত করা হচ্ছে। আগামী ২২ জুনের মধ্যে সব কোচ মেরামতের কাজ শেষ হবে।

এদিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়ও ৩৬টি মিটার গেজ কোচ মেরামত করা হচ্ছে। কোচ গুলো পূর্বাঞ্চলের বহরে যুক্ত হবে।