কাবুলে ভয়াবহ বিস্ফোরণ: হতাহত ৪৩০, ভারতীয় দূতাবাস ক্ষতিগ্রস্ত

ভয়াবহ বিস্ফোরণে আফগানিস্তানের রাজধানী কাবুলে অন্তত ৮০ জন নিহত ও ৩৫০ ব্যক্তি আহত হয়েছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, আজ (বুধবার) সকালে রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট ভবন ও বিদেশী কয়েকটি দূতাবাসের কাছে এ বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি এবং হামলার লক্ষ্যবস্তু কী ছিল তাও পরিষ্কার নয়। বিস্ফোরণে ভারত ও জাপানের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, হামলাস্থলের খুব কাছেই জার্মান দূতাবাস অবস্থিত। জাপানি দূতাবাসের দুই কর্মী সামান্য আহত হয়েছেন।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল কাভুসি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন। কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন, বিস্ফোরণস্থল থেকে এখনো আহত লোকজনকে বের করে হাসপাতালে নেয়া হচ্ছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে- এটা ছিল ট্রাক-বোমা।

ভারতীয় রাষ্ট্রদূত মানপ্রিত ভোহরা জানান, “তাদের দূতাবাস ভবনের ১০০ মিটার দূরে বিস্ফোরণ ঘটেছে এবং দূতাবাসের সবাই নিরাপদে রয়েছেন। তবে বিস্ফোরণে দূতাবাস ভবন এবং এর দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার বার্তায় হামলার নিন্দা জানিয়েছেন।

জার্মান নিরাপত্তা সূত্রগুলো বলেছে, বিস্ফোরণে তাদের কোনো কর্মকর্তা কর্মচারি হতাহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১