কিংবদন্তী রাজ্জাকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিডিসংবাদ ডেস্কঃ  বাংলাদেশের চলচ্চিত্রজগতে রাজ্জাকের অবদানের কথা স্মরণ করে শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘তার মৃত্যু দেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র।’

শেখ হাসিনা নায়করাজের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এদিকে নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

তারা পৃথক পৃথক শোকবাণীতে বাংলা চলচ্চিত্রে রাজ্জাকের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।