চট্টগ্রামের বায়োজিদে গার্মেন্টসের লুণ্ঠিত টাকা উদ্ধার, ২ ছিনতাইকারী আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন কোয়ালিটি ফ্যাশন লি: নামে একটি প্রতিষ্ঠানের প্রায় ২ লাখ টাকা ছিনত্ইায়ের ৫ দিনের মাথায় পুলিশ ১ লাখ ৫৫ হাজার ৫শ টাকা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার গভীর রাতে বায়েজিদ থানার পাঠানপুর এলাকায় অভিযান চালিয়ে এ লুণ্ঠিত টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী হলো- জয় নন্দি ও মো. রাজু।

বায়োজিদ বোস্তামী ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ৫ জুন কোয়ালিটি ফ্যাশন লি: এর কর্মকর্তা রুবেল কুমার দে দুপুর ১টার দিকে সাউথ ইন্ট ব্যাংক থেকে ১ লাখ ৯৯ হাজার টাকা তুলে প্রতিষ্ঠানে যাওয়ার সময় দুই ছিনতাইকারী অস্ত্রের মুখে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এসময় স্থানীয় জনতা জয়নন্দী নামে এক ছিনতাইকারীকে ধরে গণপিঠুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিস্তারিত তথ্য  এবং পালিয়ে যাওয়া ছিনতাইকারীর ব্যাপারে জানায়। গতকাল শুক্রবার সে আদালতে জবানবন্দি দিয়েছে।
তার তথ্যের ভিক্তিতে রাতে পালিয়ে যাওয়া মো. রাজুর বাড়িতে অভিযান চালিয়ে লুণ্ঠিত টাকার মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বায়োজিদ বোস্তামী থানার এস আই মোহাম্মদ আইয়ুব উদ্দিন।