টানা বর্ষণে আবারো কোমর পানিতে ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রাম

চট্টগ্রাম প্রতিনিধিঃ  তিন দিনের টানা বর্ষনের কারণে চট্টগ্রাম মহানগরীতে পানি জমে ফের জলবদ্ধতা দেখা দিয়েছে ফলে সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা হাঁটু পরিমাণ কোথাও কোথাও কোমর সমান পানিতে ডুবে গেছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় নাগরিক দুভোর্গ বেড়ে গেছে।

সোমবার গভীর রাত থেকে চট্টগ্রামে টানা বর্ষণ শুরু হলে এদিন সকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত নগরীর বহদ্দারহাট, ২নং গেইট, মুরাদপুর, আগ্রাবাদ, জিইসি মোড়, চকবাজার, বাদুরতলা, গোলপাহাড় মোড় এলাকায় বৃষ্টির পানিতে ডুবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরীর বেশ কিছু স্কুল অফিস ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় এসব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

বিভিন্ন স্থানে সড়কে আটকা পড়ে শত শত যানবাহন। চরম ভোগান্তিতে পড়ে শিক্ষাপ্রতিষ্টান ও অফিসগামী লোকজন। এ ছাড়া জেলার রাউজান, ফটিকছড়ি , হাটহাজারী, চন্দনাইশ, সাতকানিয়া উপজেলার নিম্মাঞ্চলও প্লাবিত হয়েছে। নৌ চলাচল বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে চট্টগ্রামের সাথে সন্দ্বীপ উপজেলার।

চট্টগ্রামের পতেঙ্গাস্থ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী জানান, আজ বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

এদিকে কয়েক দিনের টানা বৃষ্টিতে সিটি কর্পোরেশনের ৫০০ কোটি টাকার সড়কের ক্ষতি হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। মেয়র বলেন বৃষ্টিতে নগরীর সড়ক গুলোর ২৫ থেকে ৩০ শতাংশ সড়ক নষ্ট হয়ে গেছে