নওগাঁয় দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নওগাঁ সংবাদদাতাঃ  আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালীর মধ্যে দিয়ে নওগাঁয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫ তম প্রতিষ্ঠার বার্ষিকী পালন করা হয়েছে।  এ উপলক্ষে আজ রোববার সকাল ১১ টায় শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন নওগাঁর সুযোগ্য পুলিশ সুপার ইকবাল হোসেন।

নওগাঁ মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ড বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্তি পুলিশ সুপার (সার্বিক) রাশেদুল হক, কবি ও সাহিত্যিক প্রাক্তন অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলার সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান চন্দন দেব।

এ ছাড়াও বক্তব্য রাখেন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোরিকুল ইসলাম, কলামিষ্ট ও প্রবীন সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মাসুদুর রহমান রতন, জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর সভাপতি হবিবর রহমান চৌধুরী, বরেন্দ্র রেডিওর চিফ প্রোাগ্রাম ও সিনিয়র রিপোর্টার রিফাত হোসেন সবুজ, ইত্তেফাকের মহাদেবপুর সংবাদদাতা আজাদুল ইসলাম, মান্দার সংবাদদাতা হাবিবুর রহমান, নিয়ামতপুর সংবাদদাতা জনি আহমেদ।

বক্তরা দৈনিক ইত্তেফাক পত্রিকার বর্ণাঢ্য কর্মপথ চলা এবং নানান দিক নিয়ে আলোচনা করেন।  তারা এ সময় বলেন, সার্বভৌমত্ব, মানুষের অধিকার রক্ষা, সমাজে পিছিয়ে থাকা বা খেটে খাওয়া মানুষের অধিকার সুরক্ষা, দেশের স্বাধীনতা অর্জনের প্রশংনীয় ভূমিকার কথা তুলে ধরেন ।

এ ছাড়ার উপস্থিত ছিলেন বৈশাখীর টিভির প্রতিনিধি এবাদুল হক, বাংলা টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম নয়ন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্বাস আলী, তৃতীয় মাত্রার প্রতিনিধি আব্দুল মান্নান, প্রত্যাশা প্রতিদিনের প্রতিনিধি ফারমান আলী, যায়যায় দিনের প্রতিনিধি রুহুল আমিনসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সংঞ্চালন করেন জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর সাধারন সম্পাদক রহমান রায়হান।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকা ও একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি তন্ময় ভৌমিক।  পরে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।