নরসিংদীতে গেন্দু স্যার’র স্মরণ-সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে একে একে হারিয়ে যাচ্ছে উজ্জল নক্ষত্রের প্রাণের মানুষগুলো। ভবিষ্যত প্রজন্মের জীবন গড়ার দৃষ্টান্তকারী নীতি-আদর্শবান মহান ব্যক্তিত্বরা পর্যায়ক্রমে পরলোকগমন করলেও পথ প্রদর্শক হিসেবে জেলার সর্বস্তরের মানুষের মাঝে বেঁচে থাকবে তাদের কর্মময় জীবনী।  জেলা শহরের শিক্ষাঙ্গন জগতের প্রাণকেন্দ্র সুস্থ-ধারার আলোকিত জাতি গঠণের ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠাণ ব্রাহ্মন্দী কে. কে. এম. সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি (প্রাছাস)’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নুরুল ইসলাম গেন্দু স্যার স্মরনে একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি (প্রাছাস)’র উদ্যোগে এক স্মরণ-সভা, দোয়া ও মিলাদ-মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মন্দী কে. কে. এম. সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি (প্রাছাস)’র বর্তমান সভাপতি আলহাজ্ব মেজবাহ উদ্দিন ভূঁইয়া ইরান’র সভাপতিত্বে স্মরণ-সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আঃ মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দাস প্রমূখ।

স্মরণ-সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি (প্রাছাস)’র সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান’র পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নরসিংদী পৌরসভার কাউন্সিলর ফজলুল হক লিটন, সংগঠনের সদস্য মোঃ জাকির হোসেন, মহসিন হোসেন বিদ্যুৎ, আঃ সালাম, মিলন মিয়া প্রমুখ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।