নাটোরের কুখ্যাত গভর্নর’র নামফলক ভেংঙ্গে ফেলা হয়েছে

নাটোর সংবাদদাতাঃ  নাটোরের উত্তরাগণভবন থেকে কুখ্যাত পূর্ব পাকিস্থানের গভর্নর মোনায়েম খানের নামফলক ভেংগে হয়েছে।

শনিবার ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি বিক্ষোব মিছিল বের হয়ে উত্তরা গনভবনে শেষ হয় । এর পর গনভবনের কুখ্যাত পূর্ব পাকিস্থানের গভর্নর মোনায়েম খানের নামফলক ভাংগে ফেলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ালী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল  কুদ্দুস ,নাটোর-২ আসনের সদস্য ও জেলা আওয়ালী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ালী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ । এসময় সর্বস্তরের মুক্তিযোদ্ধাসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ও জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

চিঠি গত ৫ জুলাই নাটোরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে আসে। ওই চিঠিতে মোনায়েম খানের নামফলক অপসারণে গণপূর্ত বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই কাজ বাস্তবায়নে জেলা প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। গত ৯জুলাই অপসারনের দিন ঠিক করা হলেও অজ্ঞাত কারনে তা অপসারন করা হয়নি।