নির্বাসন কাটিয়ে আবার ‘গ্র্যান্ড স্ল্যামে’ ফিরছেন শারাপোভা

বিডিসংবাদ ডেস্কঃ  নির্বাসন কাটিয়ে আবার গ্র্যান্ড স্ল্যামে ফিরতে চলেছেন মারিয়া শারাপোভা। এবং কোর্টে নামার আগেই টেনিস সার্কিটে সাড়া ফেলে দিয়েছেন টেনিস সুন্দরী। সেটা অবশ্য তাঁর কোর্টের ফর্ম নিয়ে নয়। যুক্তরাষ্ট্র ওপেনের জন্য তৈরি তাঁর নতুন পোশাক নিয়ে।

কালো লেসের পোশাকের ওপর সরোভস্কির ক্রিস্টাল। এই ‘অল ব্ল্যাক’ পোশাকে শারাপোভা নামবেন রাতের ম্যাচগুলোয়। বিশ্ব বিখ্যাত একটা ফ্যাশন ম্যাগাজিনের দাবি, এ রকম ক্রিস্টাল খচিত পোশাক এর আগে কোনও ক্রীড়াবিদকে পরতে দেখা যায়নি।

কিন্তু কালো রং কেন? প্রশ্ন শুনেই শারাপোভা বলে দিয়েছেন, ‘‘কালো আমার এক নম্বর পছন্দ। রং নিয়ে কোনও আলোচনাই হয়নি। ঠিক করাই ছিল, রাতের ম্যাচে কালো পোশাক পরেই নামব।’’ কিন্তু কেন বাছলেন এই বিশেষ রং? কারণ রংটা শারাপোভার পয়া। ২০০৬ সালে যুক্তরাষ্ট্র ওপেনে কালো রংয়ের পোশাক পরে খেলেই চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সেই সময় শারাপোভার পোশাক নিয়ে যথেষ্ট সাড়া পড়ে গিয়েছিল। এ বারের পোশাক নিয়ে শারাপোভার বক্তব্য, ‘‘আমি চেয়েছিলাম, ২০০৬ সালের অনুভূতিটাকে ফিরে পেতে। এমন একটা পোশাক পরতে চেয়েছিলাম, যা পরলে আমার অড্রে হেপবার্নের কথা মনে পড়ে যাবে।’’

শারাপোভার হয়তো অড্রে হেপবার্নের কথা মনে পড়ছে, কিন্তু তাঁকে দেখে কি সেই পুরনো শারাপোভার কথা মনে পড়বে দর্শকদের? নিজের প্রস্তুতি নিয়ে অবশ্য খুশি নন প্রাক্তন এক নম্বর খেলোয়াড়। ১৫ মাসের সাসপেনশন উঠে যাওয়ার পরে এই প্রথম গ্র্যান্ড স্ল্যামে নামছেন তিনি। শেষবার খেলেছিলেন ২০১৬ অস্ট্রেলীয় ওপেনে। আগামী সপ্তাহে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ওপেনের আগে শারাপোভা বলেছেন, ‘‘সত্যি কথা বলছি। যুক্তরাষ্ট্র ওপেনের জন্য আমার প্রস্তুতিটা কিন্তু আদৌ ঠিকঠাক হয়নি। কারণ অবশ্যই আমার চোট সমস্যা। এখানে নামার আগে যে সব প্রস্তুতি টুর্নামেন্টে খেলে তৈরি হব ভেবেছিলাম, চোটের জন্য সেগুলো থেকে সরে যেতে হয়েছে। ব্যাপারটা অত্যন্ত হতাশজনক।’’

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শারাপোভা এখন ১৪৮ নম্বরে নেমে এসেছেন। এ বছর সে রকম কোনও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েনি। সব মিলিয়ে পরিস্থিতি যে তাঁর পক্ষে নয়, সেটাও জানেন প্রাক্তন চ্যাম্পিয়ন। ‘‘আমার সুস্থ হওয়ার প্রক্রিয়াটা দীর্ঘ দিন ধরে চলেছে। তার পর উইম্বলডন থেকে সরে যেতে হল। প্রস্তুতি টুর্নামেন্ট থেকে সরে যেতে হল। খুব খারাপ লাগছে,’’ বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্র ওপেনে দশ বার খেলেছেন শারাপোভা। দু’বার সেমিফাইনালে উঠেছিলেন। এক বার চ্যাম্পিয়ন। শারাপোভার কাছে এই টুর্নামেন্টটা অত্যন্ত প্রিয়। তাই তো তিনি বলছেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডা আমার কাছে খুব প্রিয়। ফ্লোরিডায় প্রচুর ট্রেনিং করেছি। নিউ ইয়র্কের প্লেনে উঠতে পেরে দারুণ খুশি হয়েছিলাম।’’

এ বার শারাপোভার পারফরম্যান্স টেনিসপ্রেমীদের খুশি করে কি না, সেটাই দেখার।