নীল নীলিমা

কবি- হাসিনা মরিয়ম


উড়ে যাও যেখানে খুশী
আকাশের নীল নীলিমায়
মেঘের আড়ালে কিংবা নভো মন্ডোলে
উড়ে যাও যেখানে খুশী
ভূলে যেও মাটির পৃথিবীতে
কোন এক ছোট্ট কুটিরে
একজনের ব্যাকুল চোখ
যে চেয়ে থাকে তোমার পথের দিকে
আলোকে আড়াল করে-
আকাশে চোখ রাখে- দিনের পর মাস
মাসের পর বছর সে প্রতিক্ষায় কাতর- তোমার জন্য
তোমার জন্য সে একটি কবিতা
নানা বর্নের নানা ছন্দে লিখে যাচ্ছে,
তোমার জন্য তুলে রাখা গোলাপের পাপড়ীগুলো
একটা একটা করে ঝরে পড়ছে- তোমার জন্য
তার হৃদয়ের বাষ্পগুলো
অশ্রু হয়ে ঝরে পড়ছে, হয়তো কখনও
শেষ হবেনা তার প্রতিক্ষায় প্রহর
ভূলে যেও মাটির পৃথিবীর
সেই মেয়েটিকে-
উড়ে যাও যেখানে খুশী…।।

বিডিসংবাদ/এএইচএস