বরিশাল ব্রজমোহন কলেজে বিক্ষোভ, তিনদিন ধরে খাবার সরবরাহ বন্ধ

বরিশাল প্রতিনিধি: বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলে তিনদিন ধরে খাবার সরবরাহ বন্ধ থাকায় বিক্ষোভ করেছে হলের ছাত্ররা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হলের সামনে থালা হাতে নিয়ে বিক্ষোভ  প্রদর্শন করে তারা। হলের আবাসিক ছাত্র সাদমান বলেন, হলে মেস ম্যানেজার নির্বাচন না হওয়ায় তিনদিন ধরে আমাদের খাবার দেওয়া বন্ধ রয়েছে। যাতে করে আমরা খুব সমস্যার মধ্যে পড়েছি।

এদিকে জানা গেছে, শিক্ষার্থীদের একটি পক্ষ ম্যানেজার নির্বাচন চাইলেও ছাত্রলীগের একটি অংশ এতে বাধা দিচ্ছে। সোমবার রাতেও একই ধরনের ঝামেলার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন হল সূত্র। রাতে শিক্ষকদের সাথেও বাকবিতা সৃষ্টি হয় ছাত্রদের। পরে কোতয়ালি মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রজমোহন কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের সুপার বেল্লাল হোসেন জানান, মেস ম্যানেজার ইলেকশন নিয়ে একটু ঝামেলা হয়েছে।

একগ্রুপ নির্বাচের পক্ষে এবং অপরগ্রুপ বিপক্ষে থাকায় এ ঝামেলার উৎপত্তি।  বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়লি মডেল থানার সেকেন্ড অফিসার আবু তাহের জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পাশাপাশি পরিস্থিতি শান্ত আছে।