বোয়ালখালীতে রেলসেতুর উপর মাটি ধস : চট্টগ্রাম-দোহাজারী রেল যোগাযোগ সাময়িক বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে রেলসেতুতে মাটি ধ্বসে পড়ায় রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম-দোহাজারী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে ভারী বর্ষণে বেঙ্গুরা স্টেশনের কাছাকাছি বোয়ালখালী-পটিয়া সীমান্তবর্তী বোয়ালখালী খালের উপর ২৪ নং রেলওয়ে সেতুতে মাটি ধস নামে।

ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন রেলের (পূর্বাঞ্চল) ডিবিশনাল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, এতে আজ বুধবার সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে দোহাজারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রেল পটিয়া ধলঘাট স্টেশনে আটকা পড়ে। পরে সাময়িক মেরামতের পর বেলা ১টা ৩৩ মিনিটে আটকা পড়া ট্রেন চট্টগ্রাম স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

গোমদন্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার মো. জাফর বলেন, রাতে প্রবল বৃষ্টির কারণে কোন এক সময় বোয়ালখালী ২৪নং সেতুতে মাটি ধসে পড়ে। এতে ঝুঁকিপুর্ণ হয়ে পড়ে উক্ত সেতু। এ কারণে রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ এর কাজ শেষ হবে তা বলা যাচ্ছে না।

রেলওয়ে সুত্রে জানাগেছে, এ লাইনে প্রতিদিন একজোড়া যাত্রীবাহী রেল চলাচল ও দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস অয়েলবাহী ওয়াগণ রেল চলাচল করে।

প্রসঙ্গত বোয়ালখালী উপজেলার ১৩নং রেলওয়ে সেতু ও ২৪ নং রেলওয়ে সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইতোপূবে ২৪নং সেতুতে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস অয়েলবাহী ওয়াগণ রেল দূর্ঘটনায় পড়েছিল।