মহালছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদ এর মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে নিহত মোটর সাইকেল চালক সাদিকুল ইসলাম এর হত্যার বিচার ও সাম্প্রতিক সময়ে পাহাড়ে অব্যাহত চাঁদাবাজি, অপহরণ, খুন, সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ ও সেনাবাহিনীকে নিয়ে দেশ বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে মানব বন্ধন করেছে মহালছড়ি উপজেলা পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

সোমবার সকাল ১১টায় ২৪ মাইল নামক জায়গায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি ও মহালছড়ি উপজেলা শাখার সমন্বয়ক মো: শাহাদাত হোসেন এর নেতৃত্বে আধাঘন্টা ব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবদুল মজিদ, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন  প্রমূখ।

বক্তারা মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য প্রদানকালে বলেন, পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ড, হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্নভাবে বাঙ্গালীরা দীর্ঘদিন যাবত থেকে নির্যাতিত হয়ে আসছে। এ যাবত এ অপরাধ সমূহের  সুষ্ঠ বিচার না হওয়ায় দোষী ব্যক্তিরা প্রতিনিয়ত পার পেয়ে যাচ্ছে।

যারফলে পাহাড়ে অপরাধের মাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পাহাড়ে একমাত্র আইন শৃংখলা ও  নিরাপত্তায় রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীদের বিরুদ্ধেও নানা কুৎসা রটিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পার্বত্য চট্টগ্রামের জনগণের জানমাল রক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটি এলাকায় সেনা ক্যাম্প বৃদ্ধি করারও দাবী জানান বক্তারা। নিহত সাদিকুল ইসলাম এর হত্যাকারীদের গ্রেফতার ও এযাবত সন্ত্রাসী কর্তৃক হত্যাকান্ডের শিকার সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ বৃহত্তর কর্মসূচী ঘোষণা করবে বলে জানান।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২ জন যাত্রী নিয়ে নিহত সাদিকুল ইসলাম রাঙ্গামাটি জেলাধীন নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় গিয়ে নিখোঁজ থাকার পর ৩ দিনের মাথায় ঘিলাছড়ি এলাকা থেকে সেনা ও পুলিশ প্রশাসন সাদেকুল এর লাশ উদ্ধার করে।