রাবিতে গোল্ড বাংলাদেশ জাতীয় বিতর্ক শুরু কাল

রাবি প্রতিনিধি:  ‘তথ্যের অধিকার, তথ্যই শক্তি; সুশাসনের হাতিয়ার, দূর্নীতি থেকে মুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল।  গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশ এর উদ্যোগে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যালনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগীতায় এ বিতর্ক অনুষ্ঠিত হবে। সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গোল্ড বাংলাদেশের সভাপতি সোহরাব হোসেন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার আধিকার দিবস। দিবসটি সামনে রেখে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১২-১৪ সেপ্টেম্বর বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। সংসদীয় পদ্ধতিতে সারাদেশের ১৯টি সরকারী বিশ্ববিদ্যালয়, ১০টি বেসরকারী বিশ্ববিদ্যালয় ও ৪টি সরকারী-বেসরকারী স্নাতকোত্তর কলেজসহ মোট ৩২টি দল অংশগ্রহণ করবে।

বিতর্ক প্রতিযোগিতার প্রথম দিন মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ডীনস্ কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা, রাজশাহী মহানগর সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মো: আব্দুস সালাম। পরে একটি র‌্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। র‌্যালী শেষে ‘তথ্য অধিকার আইন’ বিষয়ক কর্মশালায় আলোচনা করবেন, প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. গোলাম রহমান ও টিআইবির আউটরিচ এন্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক ড. রিজওয়ান-উল-আলম।

দ্বিতীয় দিন বুধবার সকাল ৯টায় আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা হবে। ৩২টি দলের দেশসেরা ৯৬জন বিতার্কিক অংশগ্রহণ করবেন।
সমাপনী দিন বৃহষ্পতিবার বিকেল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশ্ববিদ্যাযের ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান।

তিনদিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় সহযোগীতা করবেন টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি, ইয়ুথ এনগেইজমেন্ট এন্ড সাপোর্ট গ্রুপ রাজশাহী মহানগর সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেললে উপস্থিত ছিলেন, সনাকের সভাপতি প্রফেসর আবদুস সালাস, গোল্ড বাংলাদেশের মডারেটর মামুন আব্দুল কাইয়ুম, সমাজকর্ম বিভাগের প্রফেসর রবিউল ইসলাম প্রমুখ।