রাবিতে পরীক্ষার আগেই জালিয়াতি চক্র ধরতে অভিযান চলাবে প্রশাসন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ (স্নাতক) সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আগেই অসাধু জালিয়াতি চক্র ধরতে নিদিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালাবে প্রশাসন। এছাড়া জালিয়াতি চক্রের কোন তথ্যে থাকলে তা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার পরামর্শ দেওয়ার অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. আব্দুস সোবহান। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকর বলেন, ‘আগামী ২২-২৬ অক্টোবর ’১৭ অনুষ্ঠিত হবে ১ম বর্ষ স্নাতক পরীক্ষা। নয়টি অনুষদ ও দুটি ইনিস্টিটিউটের অধীনে ৩ লক্ষ ১৬ হাজার ১২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পূন্ন করার লক্ষ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।

প্রভাষ কুমার কর্মকর বলেন, ‘বিশেষ করে জালিয়াতি চক্রসহ সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে পুলিশ ও র‌্যাবের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসে অতিরিক্ত ভাড়া রোধে তাদের সাথে বসেও কথা বলেছি। আশা করি সকলের সহযোগিতায় সুষ্ঠভাবে পরীক্ষা সম্পূন্ন করতে পারবো আমরা।
সংবাদ উপস্থিত ছিলেন, রাবি প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা, রেজিষ্ট্রার প্রফেসর ড. এম এ বারী প্রমুখ।