রাবির আমীর আলী হলে চুরির অভিযোগে আটক ১

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয় সৈয়দ আমীর আলী হলে চুরির অভিযোগে এক চোরকে হাতে নাতে ধরেছে হল শাখা ছাত্রলীগ ও আবাসিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে হল প্রাধ্যক্ষর উপস্থিতিতে ওই চোরকে পুলিশে সোপর্দ করা হয়। ওই চোরের নাম শহিদুল ইসলাম (৪০)। পিতা মৃত আজিজ। নগরীর মতিহার থানার ডাসমারি এলাকার বাসিন্দা।

হল সুত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে হলের ৩২৮ নং রুমে জানালার ফাঁক দিয়ে টেবিলের উপর থাকা ল্যাপটপ (এইচপি কোর আই ফাইভ), স্যামস্যাং গ্যালাক্সি মোবাইল চুরি করার চেষ্টা করে। যার মূল্য প্রায় ৭০,০০০ টাকা। চুরি করার সময় হলের শিক্ষার্থীরা তাকে দেখে ফেলে। এসময় সে ছাদের উপর থেকে লাফ দিলে নিচে পড়ে যায়। কিছু আবাসিক শিক্ষার্থীরা তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর হল প্রাধ্যক্ষ ড. আমিনুল ইসলামের উপস্থিতিতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশি হেফাজতে দেওয়া হয়। ওই ঘটনায় রাতেই বাদী হয়ে হল প্রাধ্যক্ষ মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ ড.আমিনুল ইসলাম বলেন, ‘রাতে হলে চুরি করতে আসলে আবাসিক শিক্ষার্থীরা চোরকে হাতে নাতে ধরে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে সোপর্দ করি। পরে আমি বাদী হয়ে ৭০ হাজার টাকার একটি লিখিত অভিযোগ দায়ের করেছি’।