রামগড়ে অত্যাধুনিক অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রেমতলা এলাকা থেকে সেনাবাহিনীর অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ দু’জন সন্ত্রাসীকে আটক করেছে। রবিবার মধ্যরাতে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় আটককৃত সুজন মারমা (২৮) ও আব্বাই মারমা (৩৩) এর কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি এবং চাঁদা আদায়ের রসিদও জব্দ করা হয়। আটককৃতরা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের সদস্য বলে সূত্র নিশ্চিত করে।

রবিবার মধ্যরাতে রামগড় উপজেলার প্রেমতলা নামক এলাকায় সিন্দুকছড়ি সেনা জোনের মেজর তৌহিদ সালাউদ্দিনের নেতৃত্বে অভিযানে তাদের আটক করা হয়। রামগড় থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনী অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের রামগড় থানায় সোপর্দ করেছে।

তাদের কাছ থেকে একে-২২ রাইফেল ছাড়াও ২টি দেশীয় তৈরি বন্দুক, ১৪ রাউন্ড গুলি, রামদাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলেও ওসি জানান।