রোহিঙ্গাদের উপর চালানো বর্বরতা চরম গণহত্যাঃ এইচএম এরশাদ

শাহাজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার প্রতিনিধিঃ মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর চালানো বর্বরতাকে চরম গণহত্যা বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। একই সাথে সে দেশের সেনাদের অত্যচার নির্যাতন বন্ধে অবিলম্বে জাতিসংঘ থেকে মিয়ানমারে শান্তিরক্ষী পাঠানোর দাবি করেন তিনি।

বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালিতে জাতীয় পার্টি উদ্যোগে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কালে হুসেইন মোহাম্মদ এরশাদ একথা বলেন।
রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ পরবতী একসমাবেশ টেকনাফ উপজেলা জাপার সভাপতি শফিক আহম্মদের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এমপি, কেন্দ্রীয় সদস্য মফিজুর রহমান, জেলা সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ এমপি।