সরকারের পাশাপাশি দল-মত নির্বিশেষে সকলে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানঃ নৌপরিবহন মন্ত্রী

বিডিসংবাদ ডেস্কঃ  নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সরকারের পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গা শরণার্থীদের সরকার আশ্রয় দিয়েছে। তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করছে। সরকারের পাশাপাশি দল-মত নির্বিশেষে সকলে রোহিঙ্গাদের পাশে দাঁড়ান।’

শাজাহান খান আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে ‘গার্মেন্টস ওয়ার্কার্স ইমার্জেন্সি সলিডারিটি ফান্ড ফর রোহিঙ্গা’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরীন আক্তার, গার্মেন্টস শ্রমিক নেতা সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, তৌহিদুর রহমান, মোস্তফা কামাল ও দেলোয়ার হোসেন।

শাজাহান খান বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে সরকার প্রশংসিত হয়েছে। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে রোহিঙ্গা সমস্যা সমাধানে পাঁচ-দফা দাবি উপস্থাপনের পর মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েছে।

তিনি বলেন, মিয়ানমারের মন্ত্রী বাংলাদেশে সফরে এসে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে আলোচনা করেছেন এবং তাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছেন।