ভারতের বিপক্ষে ৮৭ রানের লিড অস্ট্রেলিয়ার

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭৬ রানে অলআউট হয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এর ফলে ৮৭ রানের লিড পেয়েছে অজিরা।

গতকাল রোববার দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ২৩৭ রান। পরে আজ সোমবার টেস্টের তৃতীয় দিনে ৩৯ রোন যোগ করে অলআউট হয় স্মিথ বাহিনী।

ব্যঙ্গালুরুর চিন্মাস্বামী স্টেডিয়ামে তৃতীয় দিনের সকালে দুর্দান্ত বোলিং করেন ভারতীয় স্পিনাররা। বিশেষ করে রবিন্দ্র জাদেজার ঘূর্ণিতে অজি লোয়ারঅর্ডার বেশিক্ষণ টিকতে পারেনি। আগের দিনের তিন উইকেট সহ এ দিনও সমান উইকেট নিয়ে মোট ছয় উইকেট শিকার করেন জাদেজা। দুই উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

উইকেটের শুরুটা অবশ্য করেন অশ্বিনই। ২৬ রানে থাকা মিচেল স্টার্ককে জাদেজার ক্যাচে পরিণত করেন। তবে ভয়ংকর হয়ে ওঠার আগে অজি উইকেটরক্ষ-ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে উপড়ে ফেলেন জাদেজা। ব্যক্তিগত ৪০ রানে বাঁহাতি এ ব্যাটসম্যানকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

এর আগে শনিবার প্রথম দিনে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের ঘূর্ণিতে প্রথম ইনিংসে মাত্র ১৮৯ রানে অলআউট হয় ভারত।