বোলিং নিয়ে হতাশ হাথুরু

ঢাকা প্রিমিয়ার লীগে গত আসরে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫১ বলে মাশরাফি মুর্তজা করেছিলেন ১০৪ রান। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আরও একবার ব্যাট হাতে দেখা গেল বিধ্বংসী মাশরাফিকে। কাল শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩৫ বলে ৫৮ রানের ঝড়ো এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। তার ইনিংসে চারটি করে চার ও ছয়।

অধিনায়কের পাশাপাশি ব্যাটিং অনুশীলন দারুণ হয়েছে মাহমুদউল্লাহ (৭১*), মোসাদ্দেক হোসেন (৫২), সাব্বির রহমান (৭২) ও সৌম্য সরকারের (৪৭)। চারটি হাফ সেঞ্চুরি করেও প্রস্তুতি ম্যাচে দুই রানে হারতে হয়েছে বাংলাদেশকে। দলের বোলিং পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বোলারদের খরুচে বোলিং দেখে খুশি হতে পারেননি কোচ। বাংলাদেশের সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করেছেন তিনি। মাশরাফি ও তাসকিন আহমেদ প্রথম স্পেলে ৭ ওভার বোলিং করেন। ওই স্পেলে তাসকিন বেশ কিছু শর্ট বল দিয়েছেন। তাসকিন প্রথম তিন ওভারে দেন ২৭ রান। পরে আরও তিন ওভার বোলিং করে এক উইকেট নিয়ে দেন ২৪ রান। একটি করে উইকেট নেন মাশরাফি, সাইফুদ্দিন, আবুল হাসান ও সানজামুল ইসলাম।

মাশরাফি ৯ ওভারে দেন ৬৬ রান। সবচেয়ে খরুচে বোলার তাসকিন। তিনি ওভার প্রতি ৮.৫০ করে রান দিয়েছেন। রুবেল হোসেন ৮.৩৭ ইকোনমি রেটে আট ওভারে দিয়েছেন ৬৭ রান। সবচেয়ে কম খরুচে বোলার সানজামুল ইসলাম ছয় ওভারে দিয়েছেন ২৭ রান।

ভালো বোলিং করেও উইকেট পাননি শুভাগত হোম। নিজেদের ঝালাই করার ম্যাচে মাশরাফি আট বোলারকে দিয়ে বোলিং করিয়েছেন। শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষেও রান আটকাতে পারেনি বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ খেলেননি পেসার মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশ সাত উইকেটে তুলেছিল ৩৫৪ রান। জবাবে আট উইকেটে ৩৫২ রানে থামে বাংলাদেশ।