জঙ্গিবাদ প্রশ্নে রাজনৈতিক মেরুকরণ নয়: বেনজীর

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ২০১২ সাল থেকে একটি গোষ্ঠী এদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আমাদের বিচক্ষণতায় তারা সুবিধা করে উঠতে পারেনি। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ-সন্ত্রাসের কোনো স্থান নেই। এদেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আইশৃঙ্খলাবাহিনীর জিরো টলারেন্স ও সাধারণ মানুষের ঘৃণার কারণে জঙ্গিবাদ দমন করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে ‘মহাজোট সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা ও জঙ্গিবাদ নির্মূলে জিরো টলারেন্স’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‌র‌্যাবের ডিজি বলেন, স্বদেশি-বিদেশি কিংবা আঞ্চলিক যার বিরুদ্ধেই জঙ্গিবাদে জড়িত থাকা ও মদদের প্রমাণ মিলবে তাকেই গ্রেফতার করা হবে। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশের মাটি জঙ্গিবাদের জন্য অনুকূল নয়। তাই জঙ্গিবাদ প্রশ্নে রাজনৈতিক মেরুকরণ নয়। রাজনৈতিক মদদ কিংবা পৃষ্টপোষকতা খোঁজার সুযোগও নেই।

বেনজীর আহমেদ বলেন, জঙ্গিবাদ বাংলাদেশে বিজাতীয় ধারণা। পাকিস্তান আমলে প্রথম যে জঙ্গিবাদী আন্দোলন শুরু হয়েছিল তা ছিল পশ্চিম বাংলায়। মার্কসবাদী আন্দোলন সেটা। সিরাজ শিকদারের মৃত্যুর পর তার বিলুপ্তি ঘটে।

এরপর আফগানিস্তানের যুদ্ধে তালেবানি তৎপরতা শুরু হয়। যুদ্ধ শেষে যুদ্ধ ফেরতরা আঞ্চলিকভাবে জঙ্গিবাদী তৎপরতা শুরু করে।

গত বছর গুলশানে আমরা জঙ্গিবাদী তৎপরতা দেখতে পাই। দেশের গণতন্ত্র ও উন্নয়নের গতি থামিয়ে দিতেই বিদেশিদের হত্যা করা হয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ ও কঠোর অবস্থান এবং সাধারণ মানুষের জঙ্গিবাদের প্রতি ঘৃণা ও অবস্থানের কারণে তাদের নির্মূল করা সম্ভব হয়েছে। বর্তমানে জঙ্গিদের বড় ধরণের কোনো নাশকতার শক্তি নেই বলেও উল্লেখ করেন তিনি।

র‌্যাবের ডিজি আরো যোগ করেন, তবে জঙ্গিবাদী তৎপরতা একটি চলমান প্রক্রিয়া। এতে আত্মতুষ্টির সুযোগ নেই। আমাদের সব সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে দেশীয় জঙ্গিদের মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকতে হবে। আমরা যেন আধুনিক বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সে জন্য সব সময় সোচ্চার থাকতে হবে।