বুলবুল-গউছকে বরখাস্তের আদেশ স্থগিত

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছের সাময়িক বরখাস্তাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাদের বরখাস্তাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে তাদের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই স্থগিতাদেশ দেন।

এর আগে গত রোববার দুই ঘণ্টার ব্যবধানে দেশের দুটি সিটি করপোরেশনের ও একটি পৌরসভার মেয়রকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এরা হলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। তারা তিনজনই বিএনপির নেতা।