বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের দূতাবাসের সতর্কবার্তা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশের একটি তল্লাশিচৌকিতে বিস্ফোরণের ঘটনার পরে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার দূতাবাসের ওয়েবসাইটে মার্কিন নাগরিকদের নিরাপদে থাকার আহ্বান জানানো হয়।

শুক্রবার বিমানবন্দরে গোলচত্বরে বোমা বিস্ফোরণে একজন নিহত হন। এর মাত্র এক সপ্তাহ আগে র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটে। মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে বলে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দয়া করে নিজের নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন, চারপাশ সম্পর্কে সতর্ক থাকুন বিশেষ করে স্থানীয় অনুষ্ঠানগুলোতে। হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যমগুলোতে নজর রাখুন।

সতর্কবার্তায় যোগ করা হয়, সতর্ক থাকুন এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। এর আগে জঙ্গিদের হুমকির পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্র সে দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল। বাংলাদেশে অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরও চলাচল সীমিত করতে বলা হয়েছিল।