ফুটবলে তলানিতেই বাংলাদেশ

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফার নতুন র‌্যাংকিংয়ে আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

ভুটানের কাছে ৩-১ গোলে হারার পর ১৮৮তম স্থানে গিয়েছিল বাংলাদেশ। এবার আরও পিছিয়ে ১৯০তম স্থানে চলে গেছে লাল-সবুজের দেশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত (১৩০), মালদ্বীপ (১৪০), আফগানিস্তান (১৪৫), নেপাল (১৭৩),  ভুটান (১৭৭)।

আর বাংলাদেশের পরে রয়েছে কেবল শ্রীলংকা (১৯৬) ও পাকিস্তান (১৯৮)।

এদিকে ফিফার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির দল। ফেব্রুয়ারিতে প্রকাশিত র‍্যাংকিংয়ের এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পরেই রয়েছে ছন্দের ফুটবলের দেশ ব্রাজিল। আর গত মাসের মতো এই মাসেও তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি।

চতুর্থ ও পঞ্চম যথারীতি চিলি, বেলজিয়াম। এক ধাপ এগিয়ে ছয়ে চলে এসেছে ফ্রান্স। আর কলম্বিয়া অবস্থান হারিয়ে চলে গেছে সাতে।

এছাড়া আটে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। নবম স্থানে লুইস সুয়ারেজের উরুগুয়ে। আর স্পেন রয়েছে দশম অবস্থানে।

র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে আফ্রিকান সিংহরা। আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন ক্যামেরুন ২৯ ধাপ এগিয়ে এখন ৩৩ নম্বরে। আর ক্যামেরুনের কাছে হেরে যাওয়া মিসর রয়েছে ২৩ নম্বরে।