যে কোন মূল্যে শিমুল হত্যার বিচার হবে: নাসিম

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘যে কোন মূল্যে শিমুল হত্যার বিচার হবে। এর সঙ্গে জড়িত সকলকেই গ্রেফতার করা হবে। কোন সন্ত্রাসীকেই ছাড় দেয়া হবে না।’

শনিবার রাত ১১টার দিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম শাহজাদপুর উপজেলার নিহত সাংবাদিক শিমুলের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করার সময় এ কথা বলেন। তিনি এসময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য স্থানীয় পুলিশকে নির্দেশ দেন।

নাসিম দলের নেতাকর্মীসহ সকলকে আন্দোলনের নামে উত্তেজনা না ছড়িয়ে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘কিছু ঘটনার জন্য আওয়ামী লীগের বদনাম ও ক্ষতি হোক আমরা তা চাইব না। অভিযুক্তদের শাস্তি পেতেই হবে।’

এছাড়া তিনি নিহত শিমুলের স্ত্রী নুরুন নাহারকে বগুড়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে তার যোগ্যতানুযায়ী চাকরির প্রদানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী শিমুলের স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান করেন। সাক্ষাতের সময় স্থানীয় এমপি হাসিবুল ইসলাম স্বপন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা ও অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল আলম খানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি শিমুল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত বৃহস্পতিবার পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে আহত হন। পরদিন দুপুরে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।