যেখানে যাওনা কেন

কে জি মোস্তফা

মানুষের অরণ্যের মাঝে
কখনও-কখনও
নিজেকে বড্ডো একা মনে হয়
বন্ধু বলতে তখন ঐ রাস্তাগুলি-
যাদের কথাবার্তায় মিশে থাকে
দুঃখ-স্নেহ-যন্ত্রণা আর নষ্ট ইচ্ছা।

আরামদায়ক ছোট্ট গলিটা পেরিয়ে
উদ্দেশ্যহীন ঘুরতে ঘুরতে
সম্মুখে হঠাৎ ঝলমল করে ওঠে
অশুভ রক্তের চিহ্ন,
পৃথিবীতে কেউ যেন
নিক্ষিপ্ত হলো শবের মতন।

দেয়ালের নিষ্ঠুর চাহনি
মুখোশপরা হাবভাব
আমাকে পালাতে করে নির্দেশ
আতঙ্কিত হয়ে অগ্রসর হই
প্রস্থান চিহ্নের দিকে-
সেখানে ভয়ংকর এক লিপি
‘কোথায় পালাবে’-
যেখানে যাওনা কেন সেখানেই নিষ্ঠুরতা
সেখানেই ক্রোধে নাচে হত্যার খঞ্জনি!