“কাজল নয়ন”

বিলকিস আরা ক্ষমা: বলো আর কতোকাল কাজল নয়ন আমার
মিলাবো তোমার নয়নে …
বেঁধেছি নয়নে সমুদ্র আমার…
তবুও চেয়েছি তোমার কাছে দু’ফোটা অশ্রু ধার
বলো আর কতোকাল!

জ্বলছি আমি শতবার …
ভালবেসে তোমায় এ ভাবেই
আমার হলো যে মরিবার স্বাধ!
যদি কখনো মনে পরে আমায়
তুমি নিশ্চুপ চেয়ে থেকো দু নয়নে আমার

আমার চোখ কান্দে, মন কান্দেরে!