“লাবনির ভাবনা”

শাহান আরা জাকির পারুল
নাহি ভীতি ভয়
আছে তবু ক্ষয়
আছে ভালোবাসাবাসি
কখনো তা সর্বনাশি
হাসি কান্না ভরা বেদনায় ঘেরা
তবু কেন এই বিশ্ব নীড়ে একাকি ফেরা !!

কার হাতছানি ভাসে চোখের তারায়
পেয়েও যেন কি রতন হারায়
চারদিকে খুঁজে ফিরি পাইনা তারে
মরীচিকা চিনি নাই বিদ্রুপ ভারে
কপট দৃষ্টি কেন এই দেহ পানে
কি চাহে হৃদয়খানি বিধাতাই জানে !!

বারবার মনে হয়
কেন এতো ভয়
সেইতো যাবই চলে
কোনো এক ছলে
দুদিন আগে, নয়তো পরে
পারবেনা কেউ রাখতে ধরে
যেমন পারিনি আমিও হায়
যেজন যাবার সেতো চলেই যায় !!

লাবনীর হাসিটুকু তবু থাক অমলিন
মিথ্যে করেই না হয়
কেটে যাক দিন
পাখির গানে কিংবা ফুলের ঘ্রানে
বয়ে যাক বেলাখানি
কলো কলো তানে !!