পর্যটকদের জন্যে জাপানে মার্শাল আর্টস ক্লাস

বিদেশি পর্যটকদের নিরাপত্তা বাড়াতে তাদের জন্যে মার্শাল আর্টসের ওপর প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে জাপানের একটি শহরে। পুলিশ বাহিনীর পক্ষ থেকে এর ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে এর উদ্দেশ্য- জাপানি কর্মকর্তারা যাতে পর্যটকদের কাছ থেকে কিছু ইংরেজি শিখতে পারেন। জাপানের স্থানীয় একটি পত্রিকায় এই খবর প্রকাশিত হয়।

পত্রিকায় প্রকাশিত খবরে বলা হচ্ছে, জুডো এবং কেন্ডোর মৌলিক কিছু বিষয় শেখার জন্যে পর্যটকদের এসব প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

এই কোর্স পরিচালনা করা হয় বাঁশের তৈরি তলোয়ারের সাহায্যে। এসব কোর্স এক ঘণ্টার। এবং ব্ল্যাক বেল্ট-ধারী পুলিশ অফিসাররা এসব কোর্সে পর্যটকদের প্রশিক্ষণ দিচ্ছেন।

কর্মকর্তারা আশা করছেন, এর ফলে জাপানি পুলিশ অফিসাররা আরো ভালো করে ইংরেজিতে কথা বলতে পারবেন। কারণ কোর্সের সময় তারা নিশ্চয়ই পর্যটকদের সাথে ইংরেজিতে কথা বলবেন।
পুলিশ বাহিনী বলছে, এই মার্শাল আর্টস কোর্সের উদ্দেশ্য হচ্ছে শহরের নিরাপত্তা বাড়ানো এবং একই সাথে পর্যটকদের আকৃষ্ট করা।

পত্রিকাটির ওয়েবসাইটে বলা হয়েছে, এসব কোর্সে অংশ নেওয়ার আগে পর্যটকদেরকে নিশ্চিত করতে হবে যে তাদের কাছে দুর্ঘটনা সম্পর্কিত ইনস্যুরেন্স আছে। কারণ যেকোনো সময় দুর্ঘটনা ঘটে গেলে যাতে ব্যবস্থা নেওয়া যায়।

মার্শাল আর্টস ক্লাসে অংশগ্রহণের জন্যে যেসব উপকরণ লাগবে সেগুলো পুলিশ স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।-বিবিসি।