ছয় দিন পর ঢাকায় মাংস বিক্রি শুরু

টানা ছয় দিনের ধর্মঘটের পর রাজধানীতে পশুর মাংস বিক্রি শুরু করেছে ব্যবসায়ীরা। রবিবার ঢাকায় পশু জবাই না হলেও ভোক্তার চাহিদার কথা বিবেচনা করে আজকের জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন মাংস ব্যবসায়ীরা।

গাবতলী গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে অপসারণসহ চার দফা দাবিতে গত সোমবার থেকে গরু ও খাসীর মাংস বিক্রি বন্ধ রেখেছে মাংস ব্যবসায়ী সমিতি।

গতকাল শনিবার পর্যন্ত চলে তাদের কর্মসূচি। কর্মসূচির প্রথম দিন বাজারে প্রভাব না পড়লেও মঙ্গলবার থেকে প্রভাব পড়তে শুরু করে বাজারে। কারণ, রাজধানীতে বিভিন্ন খাবার হোটেল বা প্রতিষ্ঠান ও সংস্থায় রান্নার ক্ষেত্রে মাংসের ওপর নির্ভরশীল বহুমাত্রায়।

গত শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম জানিয়েছিলেন, শনিবারের পর থেকে নতুন কোনো কর্মসূচি দিচ্ছেন না। আলোচনার মাধ্যমে তাদের দাবি মেনে নেয়া হবে বলে তিনি আশার কথা জানিয়েছিলেন।

আজ রবিউল আলম বলেন, আমাদের ডাকা ধর্মঘট গতকাল শনিবার শেষ হয়েছে। আজ থেকে ধর্মঘট নেই। তিনি বলেন, সাধারণত রবিবার ঢাকায় পশু জবাই হয় না। কিন্তু ভোক্তাদের চাহিদার কথা বিবেচনায় এনে এই নিয়ম শিথিল করা হয়েছে। এজন্য রাজধানীর অনেক জায়গায় পশুর মাংস বিক্রি হচ্ছে। আজ মাংস ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।