কোনোভাবেই গ্যাসের দাম বাড়ানো যাবে না

গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এমন কিছু হয়নি যে, গ্যাসের দাম বাড়াতে হবে। গ্যাসের দাম কোনোভাবেই বাড়ানো যাবে না।

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

এরই অংশ হিসেবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন প্রাঙ্গণের অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল এ দাবি করেন।

তিনি বলেন, ‘এ সরকারের কোনো জবাবদিহিতা নেই। এজন্য তারা গণবিরোধী ও অযৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছে। অন্যায়ভাবে গ্যাসের দাম বাড়িয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার জনগণের সরকার না। নতজানু হয়ে তারা দেশের বিপক্ষে বিভিন্ন চুক্তি করছে।’

এ সময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বিএনপি ও খালেদা জিয়াকে বাদ দিয়ে এ দেশের জনগণের কাছে কোনোভাবেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জনগণ তা প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারকে বাধ্য করব।’

পরিবহন ধর্মঘটকে সরকারের সাজানো ‘নাটক’ হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গত দুইদিন কী ‘নাটক’ তারা দেখালো। সরকারের মন্ত্রী উসকানি দিয়ে একটা ধর্মঘট করে জনগণকে যেমন কষ্ট দিয়েছেন, তেমনি একজন শ্রমিকেরও মৃত্যু হয়েছে। এই সরকার প্রতিটি ক্ষেত্রে জনজীবন দুর্বিষহ করে তুলেছে।

অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এছাড়াও দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এমরান সালেহ প্রিন্স, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন উজ্জ্বল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সফিউল বারা বাবু, আব্দুল কাদের ভুইয়া জুয়েল প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।

এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জড়ো হয়। সেখানে তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।