আধুনিক অস্থিভঙ্গ চিকিৎসার ইতিহাস : সমস্যা ও সমাধান

আধুনিক অস্থিভঙ্গ চিকিৎসার ইতিহাস এবং এই সমস্যা সমাধানে রোগীদের করণীয় সম্পর্কে বিশ্লেষণ করেছেন ট্রমাটিক ও অর্থোপেডিক সার্জন ডাঃ এ.টিএম খালিকুজ্জামান

আধুনিক অস্থিভঙ্গ চিকিৎসার ইতিহাস : সমস্যা ও সমাধান
ডাঃ এ.টিএম খালিকুজ্জামান

ডঃ এ.টি.এম খালিকুজ্জামানঃ  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থপেডিক সার্জনরা আহত রোগীদের ভেঙ্গে যাওয়া শরীরে হাড়কে দ্রুত সারিয়ে তোলার তাগিদ অনুভব করলেন এবং পরিচিত করলেন নতুন দুটি পদ্ধতি উন্মুক্ত অপসারণ(open reduction) এবং অভ্যন্তরিন সারাই(internal fixation) যেটা ধাতব ইমপ্লান্ট(metallic implant) দিয়ে করা হয়।

কিন্তু এই দুটি চিকিসা পদ্ধতি পুরোপুরিই ব্যর্থ ছিল কারণঃ
১. হাড়ের বায়োমেকানিক্স ও
২. অভ্যন্তরিন প্রতিক্রিয়াহীন ধাতবের উপর জ্ঞানের অভাবের জন্য।

বেশিরভাগ রোগীরই ইনফেকশন হয়েছিল এবং ধাতব ইমপ্লান্টের চিকিৎসা পদ্বতি ব্যর্থ হয়েছিল।

আধুনিক ভাঙ্গা হাড়ের(fractured) চিকিৎসা পদ্ধতি প্রবর্তন করেন ৪ জন চিকিৎসক এবং একজন ইঞ্জিনিয়ার তারা হলেন ‘Prof Morris Müller, ‘Prof. Hans Willinegar , ‘Prof. Martin Allgower ’, ‘Prof. Robert Schneider এবং ইঞ্জিনিয়ার ‘Robert Mathys’ । এরা সকলেই সুইস অধিবাসী এবং একে অপরের ঘনিষ্ট বন্ধু। উনারা জটিল ফ্র্যাকচার এবং এর সম্পর্কিত বিষয় সমস্যা সমাধানের জন্য “Ao-Body’ প্রতিষ্ঠা করেন। তারা দুটি জিনিস প্রতিষ্ঠা করেন একটি হচ্ছে “এক্সিয়াল কম্প্রেশন অব ফ্র্যাকচার সাইট” ও অপরটি “ইনার্ট, নন-রিঅ্যাকটিভ মেটাল যেটা মানুষের শরীরের ভিতর ব্যবহার করা হয়”।

AO” একটি জার্মান শব্দের সংক্ষেপ, ইংরেজীতে এটি “এসোসিয়েশন ফর স্টাডি অব ইন্টারনাল ফিক্সেশন” সংক্ষেপে ‘ASIF‘ নামে পরিচিত।

নিচের ছবিতে ডান পায়ের ‘হুউমেরাস ডান হাতের ‘রেডিয়াস আলনা‘ এর ফ্র্যাকচার এবং ফিক্সেশন জোড়া লেগেছে।

আধুনিক অস্থিভঙ্গ চিকিৎসার ইতিহাস : সমস্যা ও সমাধানআধুনিক অস্থিভঙ্গ চিকিৎসার ইতিহাস : সমস্যা ও সমাধান এই জোড়া লাগার ফলে রোগী স্বাভাবিকভাবে ডান হাত ও পায়ের সবগুলো জয়েন্টের পূর্ণ মাত্রায় নড়াচড়া করতে পারবেন।

– এছাড়া সুখবর হচ্ছে এখন বাংলাদেশেও অনেক প্রশিক্ষিত “AO অর্থপেডিক সার্জন আছেন এবং ‘AO-original’ ইমপ্লান্টস অনুমোদিত ডিলার থেকে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়।

#অস্থিভঙ্গ রোগীদের জন্য টিপসঃ

১. যখন কেউ কোন আঘাতের শিকার হন, আঘাত পাওয়া স্থানকে নিশ্চল করা এবং ভালো অর্থপেডিক সার্জনকে দেখানো।

আধুনিক অস্থিভঙ্গ চিকিৎসার ইতিহাস : সমস্যা ও সমাধান

 A. T. M KHALIQUZZAMAN
MBBS (D.M.C) D, ORTH. (AUST), F. A. O (SWISS)
Traumatic & Orthopaedic Surgeon
SAMORITA HOSPITAL LTD.
89/1, Panthapath, Dhaka-1215
Tel: 9131901 (Six Line)
Visiting Hours: 07.00 pm to 09.00 pm