আফগান গোয়েন্দারা ভারতের ক্রীড়নক

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) ভারতের ক্রীড়নকে পরিণত হয়েছে। তিনি বলেন, পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তার জন্য তারা ভারতের যন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এনডিটিভি জানায়, একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে মোশাররফ বলেন, পাকিস্তানের উপজাতীয় এলাকাগুলোকে অস্থির করে তুলতে আফগান গোয়েন্দা সংস্থা এনডিএসের সহায়তায় পাকিস্তানের সন্ত্রাসীদের সমর্থন করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তানি অভিযান জার্ব-এ-আজব ভারতের সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের সব আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেন মোশাররফ।

সাবেক সেনাপ্রধান মোশাররফ বলেন, পাকিস্তানের উপজাতীয় এলাকা উত্তর ওয়াজিরিস্তানকে নির্দিষ্ট করে পরিচালিত পাকিস্তানি বাহিনীর অভিযান জার্বে-আজব এখনই শেষ হচ্ছে না। ওই অঞ্চলের সংখ্যালঘু উপজাতিদের হত্যায় ব্যাপকভাবে জড়িত জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-জাংভি।

নিজের শাসনামলে ওইসব জঙ্গিকে কেন নিশ্চিহ্ন করেননি এমন প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, তার শাসনামলে পাকিস্তানে কোনো জঙ্গিগোষ্ঠী ছিল না। সে সময় পাকিস্তান সফলভাবেই চলছিল।