রিও ডি জেনিরোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনে ডিক্রি জারি

বিডিসংবাদ ডেস্কঃ  সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ব্রাজিলের রিও ডি জেনিরোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট মিচেল তেমের এরই মধ্যে এ বিষয়ে একটি জরুরি ডিক্রি জারি করেছেন।

১৯৮০’র দশকের মাঝামাঝিতে সামরিক শাসন শেষ হওয়ার পর এবারই প্রথম এ ধরনের পদক্ষেপ নেওয়া হলো।

শুক্রবার ব্রাজিল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, রিও ডি জেনিরোতে সেনা মোতায়েনের সিদ্ধান্তটি দ্রুতই কার্যকর হবে এবং বছরের শেষ নাগাদ তা চলমান থাকবে। ডিক্রিটি জারি করে ব্রাজিলীয় প্রেসিডেন্ট তেমের এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, তিনি ‘চরম পদক্ষেপ’ গ্রহণ করছেন, কারণ, পরিস্থিতি তা দাবি করে। তিনি বলেন, তার সরকার ‘সংগঠিত অপরাধ ও গ্যাংগুলোকে মোকাবেলা এবং পরাজিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে’।

গত সপ্তাহে অনুষ্ঠিত বিখ্যাত রিও কার্নিভালের সময় শহরের বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধ, লুটপাট ও ও ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এ সময় সহিংস সংঘাতে তিন পুলিশ মারা যান। টেলিভিশনের খবরগুলোতে গ্যাংগুলোর দ্বারা পর্যটকদের লুেটর শিকার হওয়ার দৃশ্য দেখানো হয়।

এরপর রিও ডি জেনিরোর গভর্নর লুইজ ফার্নান্দো পেরেজ সরকারের কাছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা চান। এদিকে রিও ডি জেনিরোতে সেনা মোতায়েনের সিদ্ধান্তটির সমালোচনা করেছেন ব্রাজিলের বিরোধীদলীয় রাজনীতিকরা। তারা এ ঘটনাকে ব্যাপকভাবে অজনপ্রিয় এবং কেলেঙ্কারিতে ডুবে থাকা প্রেসিডেন্ট তেমেরের একটি কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন। পেনশন সংস্কার নানা অর্থনৈতিক সংকটের কারণে ব্রাজিলে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। সূত্রঃ বিবিসি ও আল জাজিরা।

বিডিসংবাদ/এএইচএস