সূচনা ফাউন্ডেশনের সঙ্গে পিএটিসির সমঝোতা স্মারক স্বাক্ষর

নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার (অটিজম) সম্পর্কে সরকারি কর্মকর্তাদের পূর্ণাঙ্গ ধারণা দেয়ার উদ্দেশ্যে সূচনা ফাউন্ডেশনের বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রর সঙ্গে (পিএটিসি) সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রবিবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ।

বিভিন্ন পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের অটিজম সম্পর্কিত বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেয়ার জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হচ্ছে। এর ফলে যেকোনো বিভাগে যেকোনো পর্যায়ে প্রশিক্ষিত কর্মকর্তারা এই সম্পর্কিত ইস্যুতে কাজ করার দক্ষতা অর্জন করবেন।

সোমবার বিকাল ৫টায় সমঝোতা স্মারকে পিএটিসির পক্ষে স্বাক্ষর করেন রেক্টর এ.এল.এম আব্দুর রহমান এনডিসি ও এবং সূচনা ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারপারসন প্রফেসর প্রাণ গোপাল দত্ত।