সুরের বকুল-

কবি- ইমরান রহমান
ছূঁয়ে যায় আজও ছুঁয়ে যায়
ঐ আমের ছায়ার মত উঠোনে জড়ায়
হাওয়ার পরশে খুলে যায় জানালা
নয়নে ছূঁয়ে যায় সন্ধ্যার মেঘমালা
উড়ে যায় বলাকা ঝাঁকে ঝাঁকে
পাতার মত দুলে ওঠে মন
কে যেন দূর হতে ডাকে
আজও কি তুমি আছ তেমন ?
হঠাৎ লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর
সুরের বকুলে সুরভি ছড়ায়
ছুঁয়ে যায় মাঠ, ঘাট, তেপান্তর
ছুঁয়ে যায় সময়ের বালুচর

বিডিসংবাদ/এএইচএস