‘ভাড়া বাড়তেও পারে…’

গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পরিবহনের ভাড়া বাড়ানো হবে কিনা জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘গ্যাসের যখন দাম বৃদ্ধিতে পরিবহনে একটা প্রতিক্রিয়া আসে। তবে ভাড়া বাড়তেও পারে আবার আগেরটাই থাকাতে পারে।’

জাতীয় ঈদগাহের গেটের সামনে রোববার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযান পরিদর্শণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির পরে আমরা পরিবহনের ভাড়া বাড়াইনি এমন প্রমাণও আছে। পরিবহনের ভাড়া নির্ধারণে বিআরটিএর একটি কমিটি আছে। তারা তেল এবং গ্যাসের দাম বাড়ার পর পরিবহনের স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেন।’

এখানে বাড়ানো হতো পারে আবার আগেরটাও থাকতে পারে। তবে,এ মুহূর্তে আমি কিছু বলতে পারছি না।