বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
গতরাতে হাথুরুসিংহে ফিরেছেন পুরনো ঘরে, দীর্ঘ অর্ধযুগ পর পা রেখেছেন বাংলাদেশে। ঢাকায় ফিরে লাজ-লজ্জার ধার ধারেননি, রাত পোহাতেই ছুটে গেছেন মিরপুরে; যেন ঘরের ছেলে ঘরে ফিরেছে। যদিও প্রথম দফায় তার বিদায়কালটা ভালো হয়নি, তবুও এবার তাকে সানন্দেই গ্রহণ করছে সবাই। বাংলাদেশ ক্রিকেটে হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিন শেষে তার উচ্ছ্বসিত প্রশংসাই শোনা গেলো নুরুল হাসান সোহানের কণ্ঠে।
প্রথম মেয়াদে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে। মাঝে দীর্ঘ বিরতির পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করলেন টাইগার ক্রিকেটে নিজের দ্বিতীয় অধ্যায়। এইদিন ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ ও বোর্ড কর্তাসহ প্রায় সব বিভাগের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন হাথুরু, মিরপুরে কাটিয়েছেন প্রায় ৬ ঘণ্টা সময়।
বাংলাদেশের মাটিতে পা রাখার পর হাথুরুসিংহে এখনো সাংবাদিকদের সাথে তেমন কোনো কথা বলেননি। তবে আজ হাথুরুসিংহেকে নিয়ে কথা বলেছেন নুরুল হাসান সোহান। তার দাবি- হাথুরু টাইগারদের নিয়ে ব্যক্তিগত অনুশীলন করেই এসেছেন বাংলাদেশে। যার ফলে তিনি এখন আগের থেকেও পরিণত ও দৃঢ়।
সোহান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যে, পরিকল্পনা সাজানো ও টেকনিক্যাল দিক বিবেচনা অনুযায়ী হাথুরুসিংহে খুব ভালো। সে ওইভাবেই হোমওয়ার্ক করেই বাংলাদেশে এসেছে। মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছুই হবে হয়তো ইনশাআল্লাহ।’
তবে ভূমিকা পুরনো হলেও নতুন রূপেই যে বাংলাদেশ দলটাকে সাজাতে হবে হাথুরুর, তাও মনে করিয়ে দিলেন সোহান। বললেন, ‘সে প্রথম যখন এসেছিল, যেখানে শেষ করেছিল সেই সময় থেকে এখন অনেক কিছুই চেঞ্জ আছে। বেশিরভাগ ক্রিকেটার হয়তো তার পরিচিত, এক-দুইজন বাদে। কাজ করতেও তাই সুবিধা হবে। লাস্ট টাইম যখন ছিল তার থেকে যে কিছুটা চেঞ্জ আছে সেগুলো সে ভালো মতো জানে।’
বিডিসংবাদ/এএইচএস