বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রানি এলিজাবেথের মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গত সপ্তাহের সকল ম্যাচ স্থগিত রাখার পর এই সপ্তাহে মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। যদিও চলতি সপ্তাহেও তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে। বাকি সাত ম্যাচ মাঠে গড়াবে। গতকাল এস্টন ভিলা বনাম সাউথাম্পটন এবং নটিংহ্যাম ফরেষ্ট বনাম ফুলহ্যাম ম্যাচ দুটি মাঠে গড়ায়। নিজেদের মাঠে সাউথাম্পটনের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে স্টিভেন জেরার্ডের এস্টন ভিলা। ভিলার হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন জ্যাকব রামসে।
ভিলা পার্কে ম্যাচের ৪১তম মিনিটে এস্টন ভিলাকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার জ্যাকব রামসে। বা প্রান্ত থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোর ক্রস সাউথাম্পটনের গোলপোষ্ট লক্ষ্য করে হেড করেন ওয়াটকিন্স, ওই হেড সাউথাম্পটন গোলরক্ষকের হাত ছুয়ে দু’বার ক্রসবার স্পর্শ করে রামসের সামনে এসে পড়ে বল। ওই বল জোরাল শটে সাউথাম্পটন এর জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার। পরে এই গোলেই এস্টন ভিলার জয় নিশ্চিত হয়। এরপর ম্যাচে কয়েকবার চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি ভিলা। ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে স্টিভেন জেরার্ডের শিষ্যরা। প্রিমিয়ার লিগে এটি এস্টন ভিলার দ্বিতীয় জয়। এই জয়ে ৭ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে উঠে এসেছে তারা।
বিডিসংবাদ/এএইচএস