অভিষেকেই ম্যাচসেরা তৌহিদ হৃদয়

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অভিষেকেই ম্যাচসেরা তৌহিদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই ম্যান অফ দ্য ম্যাচের স্বীকৃতি জিতেছেন তিনি। ম্যাচের সেরা আরো দুই পারফর্মার সাকিব আল হাসান ও এবাদত হোসেনকে পেছনে ফেলে এই কীর্তি গড়েছেন হৃদয়।

শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৫ বলে ৯২ রানের ইনিংস খেলেন হৃদয়। যদিএ বহুল কাঙ্খিত শতক হাতছাড়া করে সমর্থকদের হৃদয় ভেঙেছেন তৌহিদ হৃদয়। অবশ্য আউট হবার আগে দেশের ক্রিকেটের একটা রেকর্ড নিজের করে নিয়েছেন হৃদয়, নাসিরকে পেছনে ফেলে ওয়ানডে অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা ক্রিকেটার এখন তিনি।

ফলে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪ জন ক্রিকেটার ওয়ানডে অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। হৃদয় ছাড়া বাকিরা হলেন, সোহাগ গাজী, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here