
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির (সিওএএস) বলেছেন, আফগানিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নিরাপদ আশ্রয় ও কর্মের স্বাধীনতা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য উদ্বেগের কারণ।
শুক্রবার কোয়েটার ঝাব সেনা ঘাঁটি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ ঘাঁটিতে কয়েক দিন আগে টিটিপির হামলায় নয় সেনা সদস্যের মৃত্যু হয়েছিল। তখন পাল্টা হামলায় নিহত হয় টিটিপিরও পাঁচ সদস্য।
এ ঘটনায় গভীর শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, আমরা আশাবাদি যে অন্তর্বর্তীকালীন আফগান সরকার দোহা চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য তার মাটি ব্যবহার করতে দেবে না।
তিনি আরো বলেন, পাকিস্তানে উগ্রবাদী কর্মকাণ্ডে আফগানদের সম্পৃক্ততা আরেকটি উদ্বেগের কারণ, যা সমাধান করা প্রয়োজন।
সেনাপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এই ধরনের হামলা অসহনীয়। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এর কার্যকর জবাব দেবে।’
তিনি বলেন, উগ্রবাদীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী শান্ত হবে না।
এর আগে কোয়েটা কোরের কমান্ডার সিওএএসকে স্বাগত জানান।
সূত্র : দ্য নিউজ
বিডিসংবাদ/এএইচএস